নিউজ ডেস্কঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল।এই সমাবর্তনে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।বেলা ৩টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবর্তনে সভাপতিত্ব করবেন তিনি।এবারের সমাবর্তন উপলক্ষে কুয়েটের ২০০৪ জন গ্রাজুয়েট রেজিস্ট্রেশন করেছেন।সমাবর্তনে ৩৮ জন গ্রাজুয়েটকে স্বর্ণ পদক ও ৮ জনকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হবে।কুয়েটের পাবলিক রিলেশনস অফিসার মনোজ কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি আরও বলেন, সমাবর্তন উপলক্ষে ২ এপ্রিল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনের মাধ্যমে সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের প্রধান (এডিসি) সোনালী সেন জানান, কুয়েটে রাষ্ট্রপতির অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা থাকবে।