News71.com
 Bangladesh
 01 Apr 18, 06:06 AM
 1026           
 0
 01 Apr 18, 06:06 AM

সাতক্ষীরায় ৭ কেজি রূপার গহনা ও ফেন‌সি‌ডিলসহ আটক ১

সাতক্ষীরায় ৭ কেজি রূপার গহনা ও ফেন‌সি‌ডিলসহ আটক ১

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা সীমা‌ন্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় সাত কেজি রূপার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। একই অভিযানে ৪০০ বোতল ফেন‌সি‌ডিলসহ রবিউল ইসলাম (২৮) নামে এক চোরাকারবারীকে আটক করা হয়েছে । আজ রবিবার ভোরে সদর উপ‌জেলার বৈকারী সীমান্তের কালিয়ানি এলাকায় এ অভিযান চালানো হয়।আটক রবিউল ইসলাম সদর উপজেলার কুশখালি গ্রামের লুৎফর রহমানের ছেলে।বিজিবির বৈকারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিদ্দিক হোসেন বাংলা‌নিউজ‌কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিজিবি সদস্যরা কালিয়ানি এলাকায় অভিযান চালায়। এসময় ভারত থেকে নিয়ে আসা ৪০০ বোতল ফেনসিডিলসহ রবিউলকে আটক করা হয়। প‌রে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় সাত কেজি রূপার গহনা জব্দ করা হয়। গহনাগুলো রবিউলের কি না সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন