নিউজ ডেস্কঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন।আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কালিগঞ্জ-শ্যামনগর সড়কের পিরোজপুর কালিখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন কালিগঞ্জ উপজেলার নিজদেবপুর গ্রামের আব্দুল মান্নান ও সোনাতলার নুর হোসেন।এ দুর্ঘটনায় আহত তুহিন ও শান্তকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকি জানান,আব্দুল মান্নান মোটরসাইকেলে করে কালিগঞ্জ যাচ্ছিলেন।পথে পিরোজপুর কাটাখালী এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।এতে আহত হন আরো দুই আরোহী।নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।