নিউজ ডেস্কঃ বেনাপোলের ছোট আচড়া মোড় থেকে গতকাল শুক্রবার রাতে ১১টি ককটেলসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বোমাসহ আটক সাহিদুল ইসলাম (৩৮) বেনাপোলের ছোট আচড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। বাসা তল্লাশি করে ব্যাগের ভেতর হতে ১১টি ককটেলসহ তাকে আটক করা হয়। ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান,নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশে বেনাপোলের ছোট আচড়া মোড়ে বোমাসহ এক ব্যক্তি অপেক্ষা করছে এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ১১টি ককটেল জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। আটককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।