News71.com
 Bangladesh
 09 Apr 18, 11:59 AM
 1099           
 0
 09 Apr 18, 11:59 AM

সাতক্ষীরা সীমান্তে ১২ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

সাতক্ষীরা সীমান্তে ১২ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

নিউজ ডেস্কঃ ভারতে পাচারকালে সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে ১২ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল রবিবার রাত ৯টার দিকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম- হাফিজুর রহমান (৪৫)। তিনি বৈকারী গ্রামের রিয়াজ উদ্দিন সরদারের ছেলে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার মো. মোস্তাফিজুর রহমান জানান, ভারতে স্বর্ণের একটি চালান পাচার করা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে বৈকারী বিওপির বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১২ পিস স্বর্ণের বারসহ হাফিজুর রহমানকে হাতে নাতে আটক করে। তিনি আারো জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ১২৮ গ্রাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন