নিউজ ডেস্কঃ খুলনা সিটি করপোরেশন নির্বাচনের (কেসিসি) জন্য দলীয় কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। মেয়র প্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেককে চূড়ান্ত করার পর আজ সোমবার কাউন্সিলরদের তালিকা প্রকাশ করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাম স্বাক্ষরিত তালিকায় কেসিসির ৩১টি সাধারণ ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত ওয়ার্ড মিলিয়ে ৪১ জন কাউন্সিলর প্রার্থীর নাম জানা গেছে।
তালিকা অনুযায়ী কেসিসির ১ নম্বর ওয়ার্ডে শাহাদাৎ মিনা, ২ নম্বর ওয়ার্ডে মো. সাকিল আহমেদ, ৩ নম্বর ওয়ার্ডে মাস্টার আব্দুস সালাম, ৪ নম্বর ওয়ার্ডে মো. গোলাম রাব্বানী, ৫ নম্বর ওয়ার্ডে মো. হারুন অর রশিদ, ৬ নম্বর ওয়ার্ডে এস এম ওয়াজেদ আলী মজনু, ৭ নম্বর ওয়ার্ডে শেখ সেলিম আহমেদ, ৮ নম্বর ওয়ার্ডে মো. সাহিদুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডে মোল্লা হায়দার আলী, ১০ নম্বর ওয়ার্ডে ডা. এস এম সায়েম মিয়া, ১১ নম্বর ওয়ার্ডে মুন্সি আব্দুল ওয়াদুদ (মুক্তিযোদ্ধা), ১২ নম্বর ওয়ার্ডে মো. আসলাম খান মুরাদ, ১৩ নম্বর ওয়ার্ডে এস এম খুরশীদ আলম টোনা, ১৪ নম্বর ওয়ার্ডে মো. শাহজাহান জমাদ্দার, ১৫ নম্বর ওয়ার্ডে মো. আমিনুল ইসলাম মুন্না, ১৬ নম্বর ওয়ার্ডে শেখ আবিদ উল্লাহ, ১৭ নম্বর ওয়ার্ডে এস এম মনিরুজ্জামান সাগর, ১৮ নম্বর ওয়ার্ডে টি এম আরিফ, ১৯ নম্বর ওয়ার্ডে হাজী মো. মোতালেব মিয়া, ২০ নম্বর ওয়ার্ডে চ. ম. মুজিবর রহমান, ২১ নম্বর ওয়ার্ডে শামছুজ্জামান মিয়া স্বপন, ২২ নম্বর ওয়ার্ডে কাজী আবুল কালাম আজাদ বিকু, ২৩ নম্বর ওয়ার্ডে বিরেন্দ্র নাথ ঘোষ, ২৪ নম্বর ওয়ার্ডে এ এন এম মাঈনুল ইসলাম নাসির, ২৫ নম্বর ওয়ার্ডে মো. আলী আকবর টিপু, ২৬ নম্বর ওয়ার্ডে শেখ আব্দুল আজিজ, ২৭ নম্বর ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন, ২৮ নম্বর ওয়ার্ডে আজমল আহমেদ তপন, ২৯ নম্বর ওয়ার্ডে ফকির মো. সাইফুল ইসলাম, ৩০ নম্বর ওয়ার্ডে এস এম মোজ্জাফফ রশিদী রেজা এবং ৩১ নম্বর ওয়ার্ডে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল। সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে (১, ২ ও ৩) ফাতেমা তুজ জোহরা, ২ নম্বর ওয়ার্ডে (৪, ৫ ও ১৬) সাহিদা বগম, ৩ নম্বর ওয়ার্ডে (৭, ৮ ও ১০) রেহানা গাজী, ৪ নম্বর ওয়ার্ডে (১১, ১২ ও ১৩) পারভীন আক্তার, ৫ নম্বর ওয়ার্ডে (৯, ১৪ ও ১৫) তাসলিমা আক্তার লিমা, ৬ নম্বর ওয়ার্ডে (১৬, ১৭ ও ১৮) আমেনা হালিম বেবী, ৭ নম্বর ওয়ার্ডে (১৯, ২০, ২৫ ও ২৬) মাহমুদা বেগম, ৮ নম্বর ওয়ার্ডে (২১, ২২, ২৩) হালিমা ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডে (২৪, ২৭, ২৮) নিভানা পারভীন এবং ১০ নম্বর ওয়ার্ডে (২৯, ৩০, ৩১) লুৎফুন নেছা লুৎফা।