নিউজ ডেস্কঃ খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম প্রথম দিন আজ রবিবার কাউন্সিলর পদের ১৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর ৩ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। আগামীকাল সোমবার শুনানি শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত দেয়া হবে। রিটার্নিং অফিস সূত্র জানায়,আজ রবিবার সাধারণ কাউন্সিলরের ৯টি ওয়ার্ডের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। এসব ওয়ার্ডের মোট ৬ জনের মনোনয়ন বাতিল হয়। এর মধ্যে ৫নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হুমায়ুন কবিরের মনোনয়নপত্র ঋণখেলাপীর কারণে বাতিল হয়। সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ১০টি ওয়ার্ডেরই মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ১০ নম্বর ওয়ার্ডে দাখিলকৃত ৪৮টি মনোনয়নপত্রের মধ্যে ৯টি বাতিল হয়। বাতিল হওয়া মনোনয়নপত্রের মধ্যে আওয়ামী লীগ বা বিএনপি সমর্থিত কোন প্রার্থী নেই বলে প্রাথমিকভাবে জানা গেছে।