News71.com
 Bangladesh
 17 Apr 18, 02:03 AM
 1070           
 0
 17 Apr 18, 02:03 AM

১১ দফা দাবীতে খুলনার রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলের প্রধান কার্যালয় ঘেরাও করেছেন শ্রমিকরা।  

১১ দফা দাবীতে খুলনার রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলের প্রধান কার্যালয় ঘেরাও করেছেন শ্রমিকরা।   

নিউজ ডেস্কঃ খুলনায় রাষ্ট্রায়ত্ত সাত পাটকলের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মজুরি কমিশন প্রদানসহ ১১ দফা দাবিতে নিজ নিজ মিলের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন তারা। রাষ্ট্রায়ত্ত সাত পাটকলগুলো হচ্ছে-ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন ও আলিম জুট মিল। রেলপথ ও স্থলপথ অবরোধসহ ১১ দিনের কর্মসূচির চতুর্থ দিনে সাত পাটকলের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের ডাকে এ কর্মসূচি পালিত হয়। ঘেরাও কর্মসূচি চলাকালে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় বক্তৃতা করেন- পরিষদের নেতা সরদার মোতাহার উদ্দিন, আবু হানিফ, খলিলুর রহমান, আব্দুর রউফ, খুলিলুর রহমান, চৌধুরী মিজানুর রমান মানিক প্রমুখ। বক্তারা অবিলন্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন