নিউজ ডেস্কঃ খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে এবার বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনেছেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। আজ বুধবার দুপুরে নির্বাচন আপিল কর্তৃপক্ষ ও খুলনা বিভাগীয় কমিশনার বরাবর আবেদনে তিনি বলেন, নজরুল ইসলাম মঞ্জু জয়েন্ট স্টক কোম্পানীর নিবন্ধনকৃত খুলনা প্রোপর্টিজ লিমিটেডের একজন শেয়ার হোল্ডার। তিনি ওই কোম্পানিতে ১ হাজার ৪শ’ শেয়ারের মালিক।কিন্তু হলফনামায় তিনি এই তথ্য গোপন করেছেন।ফলে বিধিমালা অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল করা হোক।এর আগে তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে হলফনামায় আয়ের তথ্য গোপন করার অভিযোগ করেন বিএনপির প্রার্থী মঞ্জু। ১৯ এপ্রিল বিকেল ৩টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল বোর্ডের প্রধান বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া এই অভিযোগের শুনানি করবেন।