News71.com
 Bangladesh
 22 Apr 18, 10:34 AM
 1204           
 0
 22 Apr 18, 10:34 AM

সাতক্ষীরার কলা‌রোয়ায় পু‌লি‌শের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ধর্ষক নিহত।।

সাতক্ষীরার কলা‌রোয়ায় পু‌লি‌শের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ধর্ষক নিহত।।

 

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার কলা‌রোয়া উপ‌জেলায় পু‌লি‌শের সঙ্গে বন্দুকযুদ্ধে সোহাগ হো‌সেন (২৬) নামে এক ধর্ষক নিহত হ‌য়ে‌ছেন। গতকাল শ‌নিবার দিবাগত রাত ২টার দি‌কে উপ‌জেলার হিজল‌দি গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। এ সময় ঘটনাস্থল থেকে এক‌টি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গু‌লি উদ্ধার ক‌রে‌ পু‌লিশ।সোহাগ হো‌সেন উপ‌জেলার বোয়া‌লিয়া গ্রা‌মের শামসুর সরদা‌রের ছে‌লে। কলা‌রোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার জানান,গতকাল শ‌নিবার বিকেলে সোহাগ তৃতীয় শ্রে‌ণির একটি শিশু‌কে ধর্ষণ ক‌রেন।এ ঘটনায় থানায় তাৎক্ষ‌ণিক মামলা রেকর্ড হয়। রা‌তে তা‌কে গ্রেফতা‌রে অভিনযা‌নে গে‌লে তিনি পু‌লিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় সোহাগের আক্রমণে পু‌লিশের দুই সদস্য আহত হ‌ন। একপর্যায়ে পু‌লিশও পাল্টা গু‌লি ছুড়‌লে ‌সোহাগ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।এ সময় ঘটনাস্থল থে‌কে এক‌টি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গু‌লি উদ্ধার করা হয়। প্রসঙ্গত, শ‌নিবার বিকেলে শিশুটি স্কুল থে‌কে ফি‌রে বা‌ড়ির পা‌শের পুকু‌রে গোসল কর‌তে গে‌লে তা‌কে ধর্ষণ ক‌রেন সোহাগ। এ ঘটনায় ওই শিশুর নানি বাদী হ‌য়ে থানায় মামলা দা‌য়ের ক‌রেন। শিশু‌টি বর্তমা‌নে সাতক্ষীরা সদর হাসপাতা‌লে চি‌কিৎসাধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন