নিউজ ডেস্কঃ খুলনা সদর এবং দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রদবদল করা হয়েছে। তারা হলেন- ওসি এমএম মিজানুর রহমান ও মো. হুমায়ূন কবির। আজ মঙ্গলবার (২৪ এপ্রিল) তারা নতুন কর্মস্থলে যোগদান করেছেন। বিষয়টি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মিডিয়া কর্মকর্তা সোনালী সেন নিশ্চিত করে বলেন, গতকাল সোমবার (২৩ এপ্রিল) কেএমপি কমিশনার মো. হুমায়ুন কবিরের নির্দেশে এ রদবদল করা হয়েছে।
কেএমপি’র সূত্র জানান, খুলনা সদর থানার ওসি এমএম মিজানুর রহমানকে কেএমপি’র গোয়েন্দা শাখা-ডিবিতে এবং দৌলতপুর থানার ওসি মো. হুমায়ূন কবিরকে খুলনা সদর থানায় বদলি করা হয়েছে। একই সঙ্গে ডিবির ইন্সপেক্টর কাজী মোস্তাক আহমেদকে দৌলতপুর থানায় বদলি করা হয়েছে। ইন্সপেক্টর মো. হুমায়ূন কবির ও কাজী মোস্তাক আহমেদ আজ মঙ্গলবার নতুন কর্মস্থলে যোগদান করেছেন বলেজানিয়েছেন।