নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ৩৭ কেজি ওজনের ৩২০টি সোনার বার উদ্ধার করেছে। আজ দুপুরে দামুড়হুদার নাস্তিপুর সীমান্ত এলাকা থেকে এ সোনার বার উদ্ধার করা হয়। দাম বাংলাদেশি টাকায় ১৬ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. ইমাম হাসান জানান,গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে নাস্তিপুর সীমান্ত এলাকা থেকে ওই সোনার বার জব্দ করে। পাচারের উদ্দেশ্যে ওই সোনা সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।