নিউজ ডেস্কঃ সিটি গভর্নমেন্ট ব্যবস্থা চালু,নগরীর সৌন্দর্যবর্ধন,দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নসহ ৩১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন খুলনায় আওয়ামী লীগ মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। আজ বুধবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে তিনি আধুনিক ও পরিকল্পিত তিলোত্তমা নগরী গড়ার অঙ্গীকার নিয়ে এ ইশতেহার ঘোষণা করেন। তালুকদার আব্দুল খালেক বলেন,২০০৮ সালে মেয়র নির্বাচিত হওয়ার পর খুলনার অবকাঠামো উন্নয়নে কাজ করেছি। পরিকল্পিত ও উন্নত নগর গড়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু ২০১৩ সালে মেয়র নির্বাচিত হতে না পারায় মধ্য ও দীর্ঘমেয়াদী প্রকল্পের কাজ বাধাগ্রস্থ হয়েছে। নতুন ঘোষিত এ ইশতেহারে রয়েছে-পরিকল্পনা গ্রহণে পরামর্শক কমিটি, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হোল্ডিং ট্যাস্ক না বাড়িয়ে সেবার মান বৃদ্ধি, মাদকমুক্ত নগর, সিটি সেন্টার,বিনামূল্যে তথ্য-প্রযুক্তি ব্যবহারের সুযোগ, সড়ক উন্নয়ন, খালিশপুর ও রূপসা শিল্পাঞ্চলের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বয়স্ক ও প্রতিবন্ধীদের সহায়তা প্রদান,আধুনিক কসাইখানা নির্মাণ ও খুলনা মহানগরীর সম্প্রসারনে উদ্যোগ গ্রহণ। আওয়ামী লীগ মেয়র প্রার্থী বলেন,ইতোপূর্বে ৫ বছর মেয়র হিসেবে দায়িত্বকালে সিটি করপোরেশনের কার্যক্রমে স্বচ্ছতা-জবাবদিহিতা ও অনিয়ম-দুর্নীতি রোধ করতে সক্ষম হয়েছি। পুনরায় মেয়র নির্বাচিত হলে আগের অসমাপ্ত কাজ শেষ করার পাশাপাশি নির্বাচনী ইশতেহারে দেয়া অঙ্গীকার অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবো।