নিউজ ডেস্কঃ শিশুসহ ১৯ জন বাংলাদেশি নারী তিন বছর ভারতে কারাভোগ শেষে গতকাল বুধবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে। তাদের বাড়ি নড়াইল,বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন গ্রামে। বেনাপোল ইমিগ্রেশন ওসি তরিকুল ইসলাম জানান,ফেরত আসা নারীরা সীমান্তের বিভিন্ন পথ দিয়ে ৩ বছর আগে ভারতে পাচার হয়। ভারতের মোম্বাই শহরে এরা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হয়ে আদালতের মাধ্যমে রেসকিউ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি শেল্টার হোমে আশ্রয় নেয়। গতকাল বুধবার রাতে তারা দেশে ফিরেছে।