নিউজ ডেস্কঃ খুলনায় রূপসা বাইপাস সড়কের ছাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে জিরোপয়েন্টগামী একটি ট্রাকের ধাক্কায় ওহিদুজ্জামান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওহিদুজ্জামান লবনচরা বান্দাবাজার এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, একটি দ্রুতগতির ট্রাক ওহিদুজ্জামানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লবনচরা থানা পুলিশ এসে ঘটনাস্থলে মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করেন।