News71.com
 Bangladesh
 29 Apr 18, 11:52 AM
 1007           
 0
 29 Apr 18, 11:52 AM

সাতক্ষীরার আবাদেরহাটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১ ডাকাত।।

সাতক্ষীরার আবাদেরহাটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১ ডাকাত।।

 নিউজ ডেস্কঃ সাতক্ষীরার আবাদেরহাটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নবাব আলী নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল,এক রাউন্ড গুলি,চারটি রামদা ও ছোরা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত নবাব আলী সদর উপজেলার বকচরা গ্রামের মুজিব মোল্লার ছেলে। আজ রবিবার ভোর রাত ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আবাদেরহাট এলাকায় অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত নবাবের নেতৃত্বে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এ সময় পাল্টা গুলি ছুড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৫ মামলার আসামি নবাব আলীর গুলিবিদ্ধ মরদেহ,একটি বিদেশী পিস্তল,এক রাউন্ড গুলি,চারটি রামদা ও সোরা উদ্ধার করা হয়। ওসি আরো বলেন,এ সময় বন্দুকযুদ্ধে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল,কনস্টেবল আশিক ও কনস্টেবল তুহিন আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে রয়েছেন। ওসি মারুফ আহমেদ জানান,নবাব আলী হত্যা, ডাকাতি,দস্যুতা,চাঁদাবাজি, চুরি, স্বর্ণ চোরাচালানসহ ১৫টি মামলার আসামি ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন