News71.com
 Bangladesh
 30 Apr 18, 11:59 AM
 941           
 0
 30 Apr 18, 11:59 AM

ঝিনাইদহ জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।।

ঝিনাইদহ জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।।


নিউজ ডেস্কঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজা উদযাপন পরিষদ ঝিনাইদহ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের হামদহ শ্রী শ্রী কালীমন্দির প্রাঙ্গনে আজ সকাল ১১টায় এ সম্মেলন উদ্ধোধন করেন সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ড. নিম চন্দ্র ভৗমিক। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাসের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনায়ারুল আজীম আনার,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডঃ তাপস কুমার পাল,জেলা প্রশাসক সরোজ কুমার নাথ,শৈলকুপা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নায়েব আলী জোয়ারদার,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কান্তি দাস সহ প্রমূখ। পূজা উদযাপন পরিষদের সম্মেলনে বক্তারা হিন্দু সম্প্রদায়ের সদস্যরা যেন ভারতে পাড়ি না দেয় সেদিক লক্ষ্য রাখার জন্য উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দর প্রতি আহবান জানানো হয়। সম্মেলনের শুরুতেই মনমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পিরা। সকালের ঝড় বৃষ্টি উপেক্ষা করে জেলার উপজেলা থেকে হিন্দু ধর্মের অনুসারী কয়েক হাজার নারী পুরুষ সম্মেলনে যোগ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন