News71.com
 Bangladesh
 02 May 18, 05:32 AM
 1175           
 0
 02 May 18, 05:32 AM

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নিহত ৪,আহত ৪।।

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নিহত ৪,আহত ৪।।

নিউজ ডেস্কঃ ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় এক নারীসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। আজ দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের লাউদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়,দুপুরে ঝিনাইদহ শহর থেকে ইজিবাইকযোগে ৮ জন যাত্রী কালীগঞ্জ যাচ্ছিল। পথে লাউদিয়া কলেজ গেইট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সবজি বোঝায় ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। আহত হয় আরও ৫ জন। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নিহতদের বাড়ী ঝিনাইদহ সদরে ও যশোর বসুন্দিয়ায়। আহতদের মধ্যে এক শিশু ও এক নারীর অবস্থা আশংখাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন