News71.com
 Bangladesh
 02 May 18, 08:50 AM
 1062           
 0
 02 May 18, 08:50 AM

খুলনা সিটি নির্বাচনে অংশনেয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন সিইসি।

খুলনা সিটি নির্বাচনে অংশনেয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন সিইসি।

নিউজ ডেস্কঃ খুলনা সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে অংশ নেয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আগামী ৬ মে (রোববার) দুপুর ৩টায় তিনি নগরীর বয়রায় আঞ্চলিক নির্বাচন অফিসে এই মতবিনিময় করবেন। এছাড়া নির্বাচনের হালচাল জানতে একই দিন সকালে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দিকনির্দেশনা দেবেন তিনি। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিইসি খুলনা সিটির উদ্দেশে ৫ মে ঢাকা থেকে রওনা দেবেন। সেখানে একদিন থাকার পর ৭ মে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

গাজীপুর ও খুলনা সিটিতে ১৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। খুলনায় মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে মোট ১৯১ জন প্রার্থী নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে মাঠে রয়েছেন। এর মধ্যে মেয়র প্রার্থী ৫ জন, ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন কাউন্সিলর এবং ১০টি সংরক্ষিত আসনে ৩৮ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে যে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক, বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টির এসএম শফিকুর রহমান মুশফিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মিজানুর রহমান বাবু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন