নিউজ ডেস্কঃ খুলনা সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে অংশ নেয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আগামী ৬ মে (রোববার) দুপুর ৩টায় তিনি নগরীর বয়রায় আঞ্চলিক নির্বাচন অফিসে এই মতবিনিময় করবেন। এছাড়া নির্বাচনের হালচাল জানতে একই দিন সকালে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দিকনির্দেশনা দেবেন তিনি। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিইসি খুলনা সিটির উদ্দেশে ৫ মে ঢাকা থেকে রওনা দেবেন। সেখানে একদিন থাকার পর ৭ মে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
গাজীপুর ও খুলনা সিটিতে ১৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। খুলনায় মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে মোট ১৯১ জন প্রার্থী নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে মাঠে রয়েছেন। এর মধ্যে মেয়র প্রার্থী ৫ জন, ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন কাউন্সিলর এবং ১০টি সংরক্ষিত আসনে ৩৮ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে যে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক, বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টির এসএম শফিকুর রহমান মুশফিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মিজানুর রহমান বাবু।