News71.com
 Bangladesh
 05 May 18, 08:25 AM
 1252           
 0
 05 May 18, 08:25 AM

ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও মহেশপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু।।

ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও মহেশপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু।।


নিউজ ডেস্কঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও মহেশপুর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকালে এই বৃষ্টির সাথে হওয়া বজ্রপাতের কবলে পড়ে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন,হরিনাকুণ্ডু উপজেলার ভালকি গ্রামের ভরস আলী মন্ডলের ছেলে মানোয়ার হোসেন মন্ডল (৪০) এবং মহেশপুর উপজেলার বাথানগাছি মিস্ত্রিপাড়ার মদন মিস্ত্রির ছেলে কাঠ ব্যবসায়ী নির্মল মিস্ত্রি (৪৫)। জানা গেছে,বিকালে ঝড় বৃষ্টির মধ্যে মনোয়ার হোসেন নিজ বাড়ির পুকুরে মাছকে খাবার দিচ্ছিল। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে,নির্মল উপজেলার মির্জাপুর বাজারে একটি বটগাছের নিচে দাঁড়িয়ে ছিল। এসময় বজ্রপাতের কবলে পড়ে আহত হয় নির্মল। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন