নিউজ ডেস্কঃ খুলনা মহানগরীর সাতরাস্তার মোড়ে প্রসিদ্ধ রেস্তোরাঁ কাচ্চিঘরের মালিক এসএম ওবায়দুর রহমান টিপুকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারের পর আজ মঙ্গলবার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেয়। এর আগে,গতকাল সোমবার রাতে তাকে রেস্তোঁরা থেকে গ্রেফতার করা হয়। পরে তার বাড়িতেও তল্লাশী করা হয়। খুলনা থানা পুলিশের উপ-পরিদর্শক মিলন কুমার মৈত্র জানান,চলতি বছরের ৯ ফেব্রুয়ারি নগরীর ঘাট এলাকায় নাশকতার ঘটনায় তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারি পুলিশ কমিশনার সোনালী সেন জানান,১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ১৬ (২) ধারা অনুসারে ওবায়দুর রহমান টিপুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে খুলনা থানায় মামলা রয়েছে। মামলা নং-১৩ (তাং ০৯/০২/১৮ইং)।