News71.com
 Bangladesh
 10 May 18, 02:58 AM
 1486           
 0
 10 May 18, 02:58 AM

একই জমিতে ৩ প্রকারের ধান চাষে আগ্রহী খুলনার বটিয়াঘাটার কৃষকরা।।  

একই জমিতে ৩ প্রকারের ধান চাষে আগ্রহী খুলনার বটিয়াঘাটার কৃষকরা।।   

মিথুন কুমারঃ একই জমিতে তিন ধরনের ধান বোরো, আউস ও আমন চাষে দিন দিন আগ্রহ বাড়ছে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার কৃষকদের মাঝে। জমিতে প্রথমে বোরো পরে আউস ও আমন চাষ করা হচ্ছে। তাতে ফলনও বেশ আশানুরূপ হওয়ায় কৃষকদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। ফলশ্রুতিতে একটি জমির যেমন প্রকৃত ব্যবহার নিশ্চিত হচ্ছে, অন্যদিকে দেশ হচ্ছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। গতকাল বুধবার সরেজমিন ঘুরে দেখা যায়, বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন গ্রামের চাষিরা বোরো ধান কেটে ঘরে নেওয়ার পর ওই জমিতেই আউস ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। এসময় কথা হয় বটিয়াঘাটা উপজেলার ফুলতলা গ্রামের কৃষক বিধান রায়ের সঙ্গে। তিনি নিউজ ৭১ ডট কম”কে বলেন, বোরো ধান কাটার পর ওই জমিতে আউস ধানের চারা রোপণ করছি। আউস ধান কেটে আবার ওই জমিতেই আমনের চারা রোপণ করবো। তিনি আরও বলেন, সরকার আউস ধান চাষে বিনামূল্যে বীজ ও সার দিয়ে কৃষকদের উৎসাহিত করছেন। কথা হয় বটিয়াঘাটা উপজেলার বুনারাবাদ গ্রামের কৃষক তপন বিশ্বাসের সঙ্গে। তিনি নিউজ ৭১ ডট কম”কে বলেন, প্রায় দুই বিঘা জমিতে বোরো ধান কেটে আউস ধানের চারা রোপণ করছি। আশা করছি, ওই জমি থেকে বছরে তিনবার ধান পাবো। তিনি আরও বলেন, আউস ধানের ফলনও বেশ ভালো। একর প্রতি ৫৫ থেকে ৬০ মণ (৪০ কেজি) ধান পাওয়া যায়।

এদিকে বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গোটা উপজেলায় প্রায় ৫৬ হেক্টর জমিতে আউস ধানের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৪৭৮ হেক্টর জমিতে আউস ধানের চারা রোপণের কাজ শেষ হয়েছে। বাকিটা খুব দ্রুতই শেষ হবে। আউস ধানের জাতগুলো হলো- ব্রি ধান-৪৮, ব্রি ধান-৪৩, বি আর-২৬, হাইব্রিড, বি আর-৩, নেরিকা মিউটেন্ট প্রভৃতি। ২০ দিন বয়সি চারা জমিতে রোপণ করা হয় এবং এ ধান ১শ’ থেকে ১১০ দিনের মধ্যে কাটা সম্ভব। এ কারণে একই জমিতে আমন ধান রোপণ করতে কোনো সমস্যা হয় না।

বটিয়াঘাটা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জীবনানন্দ রায় নিউজ৭১ ডট কম”কে জানান, একই জমিতে বছরে তিনবার ধান ফলাতে কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে। এ কারণে সরকার কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করছে। এতে কৃষকদের মধ্যে আউস ধান চাষে আগ্রহ বাড়ছে। তিনি আরও জানান, এ সময়ে রোপণকৃত ধানটি আগস্ট মাসের মাঝামাঝি সময়ে কাটা যাবে। এতে আমন ধান রোপণে কোনো সমস্যা হবে ।বটিয়াঘাটা উপজেলার আরেক কৃষি কর্মকর্তা দীপন হালদার নিউজ৭১ ডট কম”কে জানান, এবারে বোরোর সময়টাতে ব্রি ধান-২৮ এ জেলার অনেক জায়গায় নেক ব্লাস্ট রোগ দেখা দিলেও এ উপজেলায় কৃষি অফিসের সঠিক তদারকির কারণে কৃষকের ফসল রক্ষা করা সম্ভব হয়েছে। একই জমিতে তিনবার ফসল পেতে সরকারিভাবে কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে। এছাড়া ধানের বিভিন্ন রোগ দমনে কৃষি অফিসের পরামর্শ নিতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন