News71.com
 Bangladesh
 10 May 18, 07:45 AM
 1021           
 0
 10 May 18, 07:45 AM

৪০ হাজার মার্কিন ডলারসহ আটক ১।।

৪০ হাজার মার্কিন ডলারসহ আটক ১।।

নিউজ ডেস্কঃ বেনাপোল সীমান্ত থেকে প্রায় ৩৪ লাখ টাকা মূল্যের ৪০ হাজার মার্কিন ডলারসহ এনামুল (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা ওই বৈদেশিক মুদ্রার চালানটি জব্দ করেন।আটক এনামুল নড়াইলের কালিয়া উপজেলার খাসিয়াল গ্রামের আবু বক্করের ছেলে। বিজিবি সূত্র জানায়, তাদের কাছে গোপন খবর আসে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার চালান পাচার হচ্ছে। পরে বিজিবির সদস্যরা সীমান্তে নিরাপত্তা জোরদার করে। একপর্যায়ে আমড়াখালী চেকপোস্টে বরিশালগামী এমএম পরিবহন থেকে সন্দেহভাজন এনামুলকে আটক করে। পরে তার কাছ থেকে ৪০ হাজার মার্কিন ডলার পাওয়া যায়।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আমড়াখালী চেকপোস্টে কর্মরত নায়েব সুবেদার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ডলারসহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় পাঠানো প্রক্রিয়া চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন