নিউজ ডেস্কঃ যশোরে পৃথক দুটি স্থান থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা দুইটার দিকে শহরের ঘোপ এলাকায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভেতরে একটি ডোবার মধ্যে থেকে তুরান হোসেন (১৪) নামে কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে এর আগে আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়ায় চিত্রা নদী থেকে আসাদুজ্জামান আসাদ (৫০) নামে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। তুরানের লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত তুরান সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের ইবাদুলের ছেলে। তুরানের ভাই রাশিদ হাসান জানান,তুরান ইজিবাইক চালাতো। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে সে ইজিবাইক নিয়ে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুঁজি করা হয়। পরে সুলতানপুর-গোপালপুর গ্রামের মাঝামাঝি স্থানে রাস্তার পাশে তার ইজিবাইকটি পাওয়া গেলেও তুরানকে পাওয়া যায়নি। দুপুরে পুলিশের কাছ থেকে খবর পেয়ে তারা লাশের কাছে এসেছেন। যশোর উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহিম বলেন,লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তুরানের ইজিবাইকটি পাওয়া গেলেও বাইকের ৫টি ব্যাটারির একটিও নেই।
এদিকে এর আগে আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়ায় চিত্রা নদী থেকে আসাদুজ্জামান আসাদ (৫০) নামে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আসাদ নারিকেলবাড়িয়া পশ্চিমা মাদ্রাসার কেরানি ছিলেন। তিনি পশ্চিমা গ্রামের ইসহাক মোল্লার ছেলে। গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন আসাদ। মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। বাঘারপাড়া থানার ওসি (তদন্ত) ওহেদুজ্জামান বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের গলা কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।