News71.com
 Bangladesh
 14 May 18, 04:54 AM
 1073           
 0
 14 May 18, 04:54 AM

খুলনায় বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার বন্ধে হাইকোর্টের নির্দেশ।।

খুলনায় বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার বন্ধে হাইকোর্টের নির্দেশ।।

নিউজ ডেস্কঃ খুলনায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রুলসহ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। এর আগে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচন ঘিরে দলের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতারের অভিযোগ তুলে হাইকোর্টে রিট করে বিএনপির ভাইস চেয়ার‌ম্যান। গত ১৩ মে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ রিটের তথ্য জানিয়েছেন। তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে ওইদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। মওদুদ আহমদ বলেন,খুলনায় নির্বাচনী প্রচারণার সময় বিএনপির নেতাকর্মীদের যেভাবে গ্রেফতার করা হয়েছে,সেটা আইনসম্মত নয় এবং সুপ্রিম কোর্টের রায় পরিপন্থি। সুপ্রিম কোর্টের রায় অমান্য করে এটা করা হচ্ছে। তারা আইন মানছেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন