News71.com
 Bangladesh
 14 May 18, 04:55 AM
 1162           
 0
 14 May 18, 04:55 AM

বিগত দিনের উন্নয়নে কথা মনে করেই মানুষ আমাকে ভোট দেবে।।কেসিসি মেয়রপ্রার্থী খালেক

বিগত দিনের উন্নয়নে কথা মনে করেই মানুষ আমাকে ভোট দেবে।।কেসিসি মেয়রপ্রার্থী খালেক

নিউজ ডেস্কঃ খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক বলেছেন,আগে খুলনার মেয়র থাকাকালীন নগরীর যে উন্নয়ন কাজ করেছি,সেই কাজের ধারাবাহিকতার জন্যই মানুষ এবারও আমাকে ভোট দেবে। আজ সোমবার সকালে এক সক্ষাৎকারে তিনি একথা বলেন। তালুকদার আবদুল খালেক বলেন,২০১৩ সালে খুলনার মানুষ মেয়র নির্বাচনে ভুল করেছে। তার খেসারতও পেয়েছে। তেমন কোন কাজ খুলনায় হয়নি। গত পাঁচ বছরে খুলনায় কোন কাজ হয়নি। তাই এবার আর খুলনার মানুষ ভুল করবে না বলে মনে করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন