নিউজ ডেস্কঃ খুলনায় রূপসা উপজেলায় ট্রাক উল্টে ভ্যানের উপর পড়ে ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার খান জাহান আলী সেতু (রূপসা সেতু) সড়কের জাবুসা চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রূপসা থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম বলেন, একটি ট্রাক খুলনার দিকে যাচ্ছিল আর ভ্যানটি চৌরাস্তা পার হচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে ভ্যানের উপর পড়ে এতে ট্রাকের নিচে চাপা পরে ভ্যানের চালক ও এক নারী নিহত হয়েছেন। এ সময় এক শিশু আহত হয় পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।