News71.com
 Bangladesh
 15 May 18, 02:19 AM
 1003           
 0
 15 May 18, 02:19 AM

বেনাপোল বন্দর থেকে ১০ বোমা উদ্ধার করেছে পুলিশ।।

বেনাপোল বন্দর থেকে ১০ বোমা উদ্ধার করেছে পুলিশ।।

নিউজ ডেস্কঃ বেনাপোল স্থলবন্দরে মজুদ করে রাখা ১০টি শক্তিশালি বোমা উদ্ধার করেছ বেনাপোল পোর্ট থানা পুলিশ।তবে এ সময় কোনো সন্ত্রাসীকে আটক করা যায়নি।আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে পোর্টে নিয়োজিত আনসার সদস্যদের সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ স্থলবন্দরের ১১নং শেডের পেছনের একটি বাথরুম থেকে বোমাগুলো উদ্ধার করে।বেনাপোল পোর্ট থানার এসআই এহসানুল হক বলেন, পরিত্যাক্ত ওই বাথরুমের তালা ভেঙে ১০টি শক্তিশালি তাজা বোমা উদ্ধার করা হয়। এ স্থলবন্দরের কর্তৃত্ব নিয়ে দির্ঘদিন ধরে গোলযোগ চলছে। তারই ধারাবাহিকতায় হয়ত সন্ত্রাসীরা এ বোমা নাশকতা সৃষ্টির জন্য মজুদ করে রেখেছে।বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য থানায় আনা হয়েছে। কে বা কারা এ বোমা মজুদ করেছে সে ব্যাপারে তদন্ত করা হবে।বেনাপোল বন্দরে নিয়োজিত আনসারের প্লাটুন কমান্ডার মহিদুল ইসলাম বলেন, বোমা দেখে থানায় খবর দিলে পুলিশ এসে দুটি ব্যাগ থেকে বোমা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন