News71.com
 Bangladesh
 16 May 18, 11:42 AM
 1079           
 0
 16 May 18, 11:42 AM

নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত তালুকদার খালেক।।

নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত তালুকদার খালেক।।

নিউজ ডেস্কঃ খুলনা সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত হয়েছেন নৌকা প্রতীকে নির্বাচন করা আওয়ামী লীগ নেতা তালুকদার আবদুল খালেক। আজ বুধবার ভোর থেকে নেতাকর্মী,সমর্থক ও শুভাকাঙ্ক্ষিরা তার বাসায় গিয়ে লাইন ধরে একে একে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নব নির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক একটি নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে তাদের শুভেচ্ছা গ্রহণ করেন। বিপুল সংখ্যক নেতাকর্মী,সমর্থক ও শুভাকাঙ্ক্ষি এখনও তাকে ঘিরে বাসাটিতে ভিড় করে আছেন। জানা যায়,গতকাল মঙ্গলবার খুলনা সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। স্থগিত তিন কেন্দ্রের ভোট ছাড়াই তিনি বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর চেয়ে প্রায় ৭০ হাজার ভোট বেশি পেয়েছেন। ২৮৬ কেন্দ্রের (তিনটি কেন্দ্রের ফল স্থগিত) ফলাফলে দেখা গেছে,তালুকদার আবদুল খালেক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৭৬ হাজার ৯০২৯ ভোট। অন্যদিকে,ধানের শীষ প্রতীকে নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৫৬ ভোট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন