News71.com
 Bangladesh
 16 May 18, 07:40 AM
 1285           
 0
 16 May 18, 07:40 AM

সাতক্ষীরা থেকে জামায়াতের কেন্দ্রীয় নেতা বিপু গ্রেফতার।।

সাতক্ষীরা থেকে জামায়াতের কেন্দ্রীয় নেতা বিপু গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যক্ষ আশফাকুর রহমান বিপুকে গ্রেফতার করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে একটি পাইপগান ও ২ রাউন্ড গুলি। আজ বুধবার দুপুর দুইটার দিকে কলারোয়া থানা পুলিশ উপজেলার সোনাবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার বিপু উপজেলার জালালাবাদ গ্রামের মৃত আলফার রহমানের ছেলে ও সোনাবাড়িয়া সোনারবাংলা কলেজের সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার দেবনাথ জানান,গোপন সংবাদের ভিত্তিতে জামায়াত নেতা আশফাকুর রহমান বিপুকে সোনাবাড়িয়া কলেজের সামনের রাস্তা থেকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে লুকিয়ে রাখা অবস্থায় একটি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে কলারোয়া থানায় ৯টি নাশকতার মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন