News71.com
 Bangladesh
 17 May 18, 12:11 PM
 1392           
 0
 17 May 18, 12:11 PM

বাগেরহাট-৩ রামপাল-মোংলা আসনের উপ-নির্বাচন ২৬ জুন

বাগেরহাট-৩ রামপাল-মোংলা আসনের উপ-নির্বাচন ২৬ জুন

নিউজ ডেস্কঃ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ জুন এই আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ আজ বুধবার এই উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ সময় ২৪ মে, বাছাই ২৭ মে ও প্রত্যাহারের শেষ দিন ৩ জুন। ৪ জুন বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। ওইদিন থেকেই তারা প্রচারণায় অংশ নিতে পারবেন। ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.নুরুজ্জামানকে এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মেয়র পদে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার পর তালুকদার আব্দুল খালেক সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করলে এ আসনটি শূণ্য হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন