নিউজ ডেস্কঃ খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে স্থগিত হওয়া তিন কেন্দ্রের পুনরায় ৩০ মে ভোটগ্রহণ করা হবে। গত মঙ্গলবার (১৫ মে) অনুষ্ঠিত কেসিসি নির্বাচন চলাকালে সাধারণ ২৪ নম্বর ওয়ার্ডের ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় (একাডেমিক ভবন-২), ৩১ নম্বর ওয়ার্ডের লবণচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় কেন্দ্রে অনিয়মের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়। কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী জানান, আগামীকাল শনিবার (১৯ মে) নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।