নিউজ ডেস্কঃ খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমানকে পার্টিরও সকল পদ-পদবী থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সেই সঙ্গে নির্বাচনে ফল বিপর্যয়ের পর ইতোমধ্যে জাতীয় পার্টি (জাপা) খুলনা মহানগর কমিটি ভেঙে দেয়া হয়েছে। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি ২৩টি কেন্দ্রে শূন্য ভোট পেয়ে ৪র্থ হয়েছে। তার প্রাপ্ত মোট ভোটের সংখ্যা মাত্র ১ হাজার ৭২টি।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, জাতীয় পার্টির মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান ২৩টি কেন্দ্রে শূন্য ভোট পেয়েছেন। ৪৬টি কেন্দ্রে ১টি করে, ৫৭ কেন্দ্রে ২টি, ৩৯টি কেন্দ্রে ৩টি , ৪১টি কেন্দ্রে ৪টি, ২০টি কেন্দ্রে ৫টি , ১৮টি কেন্দ্রে ৬টি, ১৩টি কেন্দ্রে ৭টি, ৮টি কেন্দ্রে ৮টি, ৬টি কেন্দ্রে ৯টি, ৬টি কেন্দ্রে ১০টি, ১টি কেন্দ্রে ১১টি, ৪টি কেন্দ্রে ১২টি ও ২টি কেন্দ্রে ১৩টি ভোট পেয়েছেন। তবে তিনি ইউসেফ মহাসিন খুলনা টেকনিক্যাল স্কুল (উত্তরপাশ) কেন্দ্রে ৫২টি ভোট পেয়েছেন। মোট ২৮৬টি কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ১ হাজার ৭২টি।