নিউজ ডেস্কঃ খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খানসহ চারনেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। খুলনা সদর থানা পুলিশের ওপর হামলার অভিযোগে দায়েরকৃত একটি মামলায় তারা আজ রবিবার দুপুরে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুমি আহমেদ শুনানি শেষে আমীর এজাজ খানসহ চারজনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য তিন নেতা হলেন- মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর,যুবদল নেতা শেখ কামাল উদ্দিন ও ছাত্রদল নেতা হেলাল আহমেদ সুমন। আদালত সূত্র জানায়,গত ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানির দিনে খুলনা সদর থানা পুলিশের ওপরে হামলা ও মারপিটের ঘটনায় একটি মামলা দায়ের হয়। ওই মামলার আসামি বিএনপির এই চারজন নেতা।