নিউজ ডেস্কঃ ঝিনাইদহের মহেশপুরে মাদকসহ চার ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে কালীগঞ্জ-জীবননগর সড়কের বকনডিয়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশপরগুনা জেলার বনগা থানার এড়োপোতা গ্রামের কালীদাস মণ্ডলের ছেলে মিন্টু মণ্ডল (২৫),আনন্দ মণ্ডলের ছেলে অভিজিৎ মণ্ডল (২৭),সুরেন্দ্রনাথ কর্মকারের ছেলে পরিমল কর্মকার (২৭) ও সোহরাব উদ্দিন মণ্ডলের ছেলে ইমরান মণ্ডল (২৮)। মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক জানান,গতকাল রাতে কালীগঞ্জ-জীবননগর সড়কের বকনডিয়া নামক স্থানে বাসে তল্লাশি চালিয়ে চার পাসপোর্ট ধারী ভারতীয় নাগরিককে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চার বোতল ভারতীয় মদ,শাড়ি ও থ্রিপিস। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।