News71.com
 Bangladesh
 22 May 18, 04:19 PM
 1342           
 0
 22 May 18, 04:19 PM

মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত।।

মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত।।


নিউজ ডেস্কঃ আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মাগুরায় শ্রীপুর সড়কের বেনীপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত দুজনের নাম রাজু (২০) ও দুলাল (১৯)। নিহত রাজু মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবান্ধের কুলবাড়িয়া গ্রামের হাসান শেখের ছেলে। দুলাল শ্রীপুর উপজেলার মালিথিয়া গ্রামের উজির মণ্ডলের ছেলে। ই ঘটনায় আরো একজন আহত হয়েছে। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,সন্ধ্যা ৭টার দিকে মাগুরা-শ্রীপুর সড়কের মাগুরার বেনীপুর নামক স্থানে রাজু ও দুলাল মোটরসাইকেলযোগে শ্রীপুর যাওয়ার পথে বিপরীত দিকে বাস মাগুরায় আসার পথে বাসের সঙ্গে সংঘর্ষে রাজু ও দুলাল নিহত হন। আহত একজনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা সদর থানার এস. আই. তাইজুল জানান, সড়ক দুর্ঘটনায় রাজু ও দুলাল নামে দুইজন নিহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন