নিউজ ডেস্কঃ আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মাগুরায় শ্রীপুর সড়কের বেনীপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত দুজনের নাম রাজু (২০) ও দুলাল (১৯)। নিহত রাজু মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবান্ধের কুলবাড়িয়া গ্রামের হাসান শেখের ছেলে। দুলাল শ্রীপুর উপজেলার মালিথিয়া গ্রামের উজির মণ্ডলের ছেলে। ই ঘটনায় আরো একজন আহত হয়েছে। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,সন্ধ্যা ৭টার দিকে মাগুরা-শ্রীপুর সড়কের মাগুরার বেনীপুর নামক স্থানে রাজু ও দুলাল মোটরসাইকেলযোগে শ্রীপুর যাওয়ার পথে বিপরীত দিকে বাস মাগুরায় আসার পথে বাসের সঙ্গে সংঘর্ষে রাজু ও দুলাল নিহত হন। আহত একজনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা সদর থানার এস. আই. তাইজুল জানান, সড়ক দুর্ঘটনায় রাজু ও দুলাল নামে দুইজন নিহত হয়েছে।