News71.com
 Bangladesh
 29 May 18, 06:22 AM
 1349           
 0
 29 May 18, 06:22 AM

উৎকোচ নিয়ে মাদক ব্যবসায়ীকে ছাড়ার অভিযোগে ।। ওসি ক্লোজড

উৎকোচ নিয়ে মাদক ব্যবসায়ীকে ছাড়ার অভিযোগে ।। ওসি ক্লোজড

নিউজ ডেস্কঃ মাদক মামলার এক আসামিকে উৎকোচ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেনকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। গতকাল সোমবার রাতে আকরাম হোসেনকে থানা থেকে ক্লোজড-এর পর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য গঠিত হয়েছে তিন সদস্যের একটি তদন্ত কমিটি। সারা দেশের মতো চুয়াডাঙ্গা জেলায়ও চলছে মাদকবিরোধী অভিযান। এই অভিযানে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে মোটা অংকের উৎকোচের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেনের বিরুদ্ধে। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময় গ্রেপ্তার বাণিজ্যেরও অভিযোগ রয়েছে। সম্প্রতি চুয়াডাঙ্গার দর্শনার শীর্ষ এক মাদক ব্যবসায়ীকে দামুড়হুদা থানা পুলিশ গ্রেপ্তার করে বলে খবর জানাজানি হয়। কিন্তু গ্রেপ্তারের কিছুক্ষণ পরই উৎকোচ নিয়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ছাড়া ওসি আকরাম ওই মাদক ব্যবসায়ীকে এলাকা থেকে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন,অভিযোগের ভিত্তিতে ওসি আকরামকে থানা থেকে ক্লোজড-এর পর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ সুপার আরো বলেন,সারা দেশে মাদকবিরোধী অভিযান চলছে। অন্য বাহিনীর মতো পুলিশ বাহিনীও সেই অভিযানে সরাসরি সম্পৃক্ত। চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত করার জন্য আমরা কাজ করছি। এই অবস্থায় কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তাকে কোনোক্রমেই ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন