News71.com
 Bangladesh
 29 May 18, 06:22 AM
 1294           
 0
 29 May 18, 06:22 AM

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় দুই আম ব্যবসায়ী নিহত  

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় দুই আম ব্যবসায়ী নিহত   

নিউজ ডেস্কঃ যশোর-বেনাপোল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই আম ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো তিন আম ব্যবসায়ী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার কুমরী গ্রামের জাহিদুল (২৭) ও একই গ্রামের জিয়ারুল (বয়স জানা যায়নি)। প্রাথমিক আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। আজ মঙ্গলবার সকাল ৮টায় শার্শার ত্রিমহনী নামক স্থানে দূরপাল্লার যানবাহনের সঙ্গে সংঘর্ষে নসিমনে থাকা ওই দুই আম ব্যবসায়ীর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আম সংগ্রহ করতে নসিমন নিয়ে নাভারণের দিকে যাচ্ছিলেন ৫ ব্যবসায়ী। এসময় দূরপাল্লার একটি যানবাহন নসিমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন মারা যান। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) পলিটন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক যানবাহনটি পালিয়ে গেছে। নিহতদের মরাদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন