News71.com
 Bangladesh
 30 May 18, 04:38 AM
 1256           
 0
 30 May 18, 04:38 AM

চুয়াডাঙ্গায় ফার্মপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু।।

চুয়াডাঙ্গায় ফার্মপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার ফার্মপাড়ায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সেই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ২৮ বছর হবে।গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা স্টেশনের ফার্মপাড়ার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাড়ি একপ্রেস ট্রেন চুয়াডাঙ্গা স্টেশনের ফার্মপাড়ায় পৌঁছালে রেল লাইনের পাশে বসে থাকা সেই যুবকের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, ট্রেনের ধাক্কা লেগে সেই যুবকের মাথায় গুরুতর জখম হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন