News71.com
 Bangladesh
 30 May 18, 04:40 AM
 1419           
 0
 30 May 18, 04:40 AM

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ সভপতি নাজমুলকে গুলিতে করে হত্যা

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ সভপতি নাজমুলকে গুলিতে করে হত্যা

নিউজ ডেস্কঃ কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ সভপতি নাজমুল ইসলাম (৩২) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল ওই এলাকার আলতাফ হোসেনের ছেলে। কুষ্টিয়া মডেল থানার উপ পদির্শক (এসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আড়াইটার দিকে নাজমুল তার শোবার ঘরে ছিলেন। এসময় দুর্বৃত্তরা এসে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কি কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন