News71.com
 Bangladesh
 03 Jun 18, 05:38 AM
 1252           
 0
 03 Jun 18, 05:38 AM

বেনাপোল স্থলবন্দরে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে পণ্যবোঝাই ১০ ট্রাক  

বেনাপোল স্থলবন্দরে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে পণ্যবোঝাই ১০ ট্রাক   

নিউজ ডেস্কঃ বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত পণ্যবাহী ভারতীয় ট্রাক টার্মিনালে আজ রবিবার ভোরে আগুন লেগে কমপক্ষে ১০টি পণ্যবোঝাই ট্রাক পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে দুটি,পরে আরো ৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, এসিডের ড্রাম থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।

বন্দরের দায়িত্বরত আনসার সদস্য জানান,ভোর ৩টা ৫৫ মিনিটে কয়েকটি ভারতীয় পণ্যবোঝাই ট্রাকে আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ভোর ৪টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের বেনাপোল ও ঝিকরগাছার দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ট্রাকগুলোতে সুতা,তুলা এবং মোটরসাইকেলসহ আমদানিকৃত বিভিন্ন পণ্য ছিল। আগুন লাগার সংবাদ পেয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেনাপোল বন্দরের পরিচালক আমিনুর রহমান জানান,আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন