নিউজ ডেস্কঃ নাশকতার লক্ষ্যে গোপন বৈঠককালে সাতক্ষীরার দেবহাটায় ৩৪ নারীসহ ৩৬ জনকে আটক করেছে পুলিশ।গতকাল শনিবার বেলা ১১টার দিকে দেবহাটার সখিপুর সাবরেজিস্ট্রি অফিসের সামনে মহিউদ্দিন মিস্ত্রির বাড়িতে ওই বৈঠক চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ তাদের আটক করে।দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল জানান, আটকরা নাশকতার প্রস্তুতি নিতে গোপন বৈঠক করছিল। গোপন সংবাদে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতি অভিযোগে মামলা হয়েছে। তারা জামায়াত শিবির সমর্থক।জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আলী আজম খান বলেন, আজ রোববার বেলা ১২টার দিকে গ্রেফতারদের আদালতে পাঠানো হবে।