News71.com
 Bangladesh
 08 Jun 18, 05:40 AM
 1586           
 0
 08 Jun 18, 05:40 AM

সাতক্ষীরায় শ্যামনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২।।

সাতক্ষীরায় শ্যামনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার শ্যামনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের সোনারমোড় এলাকায় ও শ্যামনগর-কাশিমাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন উপজেলার সোনাখালী গ্রামের মইজউদ্দিন কাজির শিশু কন্যা আয়সা মনি ও কাশিমাড়ি গ্রামের ফকির মিস্ত্রির ছেলে অম্বর মিস্ত্রি।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী জানান, সকালে শ্যামনগর-কাশিমাড়ি সড়কে মোটর সাইকেল চাপায় পথচারী অম্বর মিস্ত্রি ও সোনারমোড়ে ট্রাক্টর চাপায় স্কুল শিক্ষার্থী আয়শা মনি নিহত হয়েছে। ঘটনার পরপরই গাড়ির চালকরা পালিয়ে গেছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, ময়না তদন্ত হবে কি না-সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন