নিউজ ডেস্কঃ নড়াইলে নাশকতার মামলায় এক জামায়াত নেতাসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে। গ্রেফতার জামায়াত নেতার নাম মুশফিকুর রহমান। তিনি নড়াইল সদর উপজেলা জামায়াতের সাবেক সভাপতি। অভিযানকালে নড়াইল সদর থানা পুলিশ ৯ জন এবং লোহাগড়া থানা পুলিশ ৯ জন, কালিয়া থানা পুলিশ ৪ জন ও নড়াগাতী থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএম জানান,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।