News71.com
 Bangladesh
 13 Jun 18, 01:54 PM
 1354           
 0
 13 Jun 18, 01:54 PM

যশোরের এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল বিক্রির অভিযোগ।।

যশোরের এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল বিক্রির অভিযোগ।।

নিউজ ডেস্কঃ যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে ভিজিএফের চাল বিক্রির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ইউনিয়নের ৯ জন ইউপি সদস্য শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।অভিযোগপত্রে ওই ইউনিয়ন পরিষদের ৯ জন ইউপি সদস্য জানান, গত ১০ জুন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ভিজিএফের চাল নাভারণ খাদ্যগুদাম থেকে উত্তোলন করে ইউনিয়ন পরিষদে পাঠান।ট্রাক থেকে চাল নামানোর সময় ২৪ বস্তা কম পাওয়া যায়। এ বিষয়ে তারা চেয়ারম্যান মিজানের কাছে জানতে চাইলে তিনি বলেন, চাল গোডাউন থেকে পরিষদ পর্যন্ত আনার খরচ বাবদ ২৪ বস্তা (১২০০ কেজি) চাল বিক্রি করা হয়েছে। যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। আর এ চাল বিক্রির সঙ্গে আরও দুই ইউপি সদস্য জড়িত রয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। তারা হলেন- ইউপি সদস্য লুৎফর রহমান মিন্টু ও ইউনুছ আলী।

এ ব্যাপারে চেয়ারম্যান মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, চাল বিক্রির অভিযোগ সত্য নয়। ভিজিএফের চাল সব ঠিক আছে। একটা কুচক্রী মহল আমার সুনাম ক্ষুণ্ন করতে এবং রাজনৈতিকভাবে আমার প্রতিপক্ষরা এ মিথ্যা সংবাদ প্রচার করছে। আসলে চাল বিক্রির অভিযোগ সঠিক নয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কৃমার মন্ডল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন