নিউজ ডেস্কঃ ঈদুল ফিতরের প্রথম জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন এ কথা জানিয়েছেন। তিনি জানান,আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প সময় হিসেবে প্রধান জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। মেহেরপুর পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত পৌর ঈদগাহ মাঠে সকাল ৮টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে সাড়ে ৮টায় শহরের ঐতিহাসিক পুরাতন ঈদগাহ মাঠে,এখানে ইমামতি করবেন মাওলানা রকনুজ্জামান। এছাড়া সকাল ৮টা ৪৫ মিনিটে কোর্ট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে,থানা মসজিদে সকাল সাড়ে ৭টায় এবং পৌর ঈদগাহ মাঠে নারীদের জামায়াত ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এছাড়াও জেলার বিভিন্ন ঈদগাহ মাঠে নিজ নিজ কমিটির উদ্যোগে সময় নির্ধারণ করে নামাজের সময় সূচি নির্ধারণ করে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।