নিউজ ডেস্কঃ সাতক্ষীরার তালায় হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে রিয়াদ হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তালা উপজেলার গঙ্গারামপুর ফুটবল মাঠের পাশে এ ঘটনা ঘটে।রিয়াদ গঙ্গারামপুর গ্রামের হাসান গাজীর ছেলে।তালা থানার অফিসার ইনচার্জ মেহেদি রাসেল জানান, গঙ্গারামপুর ফুটবল মাঠের পাশে হাতিটা পাকা ব্রিজের নিকট বাঁধা ছিল।অনেক লোকের সাথে রিয়াদও হাতি দেখতে সেখানে দাঁড়িয়ে ছিল।হাতিটা হঠাৎ তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ের তলায় পিষ্ট করে মেরে ফেলে। ঘটনার আকস্মিকতায় সবাই হতবিহ্বল হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে আটক করে।তবে হাতির মাহুত পালিয়ে যায়।