নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় হৃদয় (২৮) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের রেলক্রসিং সংলগ্ন সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হৃদয় উপজেলার দর্শনার হঠাৎপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে।বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা থানার মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, সকালে দর্শনা রেলগেট সংলগ্ন পরানপুর সড়কের পাশে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।নিহত হৃদয় জেলা পুলিশের তালিকাভুক্ত ইয়াবা বিক্রেতা জানিয়ে ওসি আরও বলেন, তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য, সন্ত্রাসী ও ছিনতাইসহ ১৪টি মামলা রয়েছে। তবে নিজেদের মধ্যে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।