News71.com
 Bangladesh
 25 Jun 18, 01:45 PM
 1293           
 0
 25 Jun 18, 01:45 PM

খুলনায় পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার।।

খুলনায় পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার।।

 

নিউজ ডেস্কঃ খুলনা মহানগরী থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার পুলিশ পৃথক দুটি স্থান থেকে তাদের লাশ উদ্ধার করে। এদের মধ্যে দুপুর সাড়ে ৩টার দিকে নগরীর একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের হাত-পা বাধা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় হোটেল ম্যানেজারসহ ২জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আড়ংঘাটা বাইপাস সড়কের বরইতলার একটি মাছের ঘের থেকে অজ্ঞাত আরেক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করা হয়।

খুলনা সদর থানার সেকেন্ড অফিসার এসআই টিপু সুলতান জানান,গত শনিবার এক যুবক ও এক তরুণী নগরীর পিকচার প্যালেস মোড়স্থ হোটেল আজমল প্লাজার পঞ্চম তলার ৫০২ নম্বর কক্ষে ওঠেন। আজ সোমবার দুপুরে খবর পেয়ে পুলিশ দরজা ভেঙ্গে ওই যুবকের লাশ উদ্ধার করে। যুবকের দুই হাত-পা বাঁধা এবং মুখ ও পুরুষাঙ্গ আগুনে ঝলসানো অবস্থায় ছিল। তবে তার সঙ্গে থাকা তরুণীর সন্ধান মেলেনি। তিনি জানান,হোটেল রেজিস্ট্রারে তাদের কোনো নাম-ঠিকানা,তথ্য লিপিবদ্ধ নেই। এ কারণে হোটেলের মালিকের ছেলেসহ চারজনকে আটক করা হয়। তবে ম্যানেজার রফিকুল ইসলাম ও হোটেল বয় আশফাক রেখে বাকি দুজনকে ছেড়ে দেয়া হয়েছে। অপরদিকে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ নগরীর আড়ংঘাটা বাইপাস সড়কের বরইতলার একটি মাছের ঘের থেকে অজ্ঞাত আরেক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। আজ সোমবার বিকাল পাঁচটা পর্যন্ত তার কোনো পরিচয় জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন