News71.com
 Bangladesh
 26 Jun 18, 05:34 AM
 1513           
 0
 26 Jun 18, 05:34 AM

কুষ্টিয়ায় মিরপুরে শিশু দেবদত্ত হত্যা মামলার ২ প্রধান অভিযুক্ত পুলিশের হাতে নিহত ।।

কুষ্টিয়ায় মিরপুরে শিশু দেবদত্ত হত্যা মামলার ২ প্রধান অভিযুক্ত পুলিশের হাতে নিহত ।।

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর সেতুর কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।নিহতরা হলেন নাইম ইসলাম (২৩) ও জোয়ার আলী (২৫)। নাইম মিরপুর উপজেলার চিথলিয়ার জহুরুল ইসলামের ও জোয়ার একই এলাকার আক্কাস আলীর ছেলে।পুলিশের দাবি, নিহতরা মিরপুরের চিথলিয়ায় মুক্তিপণ চেয়ে অপহৃত স্কুলছাত্র দেবদত্ত হত্যার প্রধান দুই আসামি। ঘটনাস্থল থেকে দুইটি পিস্তল ও দুইটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পুলিশের এসআই লাল চাঁদ, এসআই এমদাদুল হক, এএসআই রুহুল আমীন, এএসআই সাইফুল ইসলাম ও তিন কনস্টেবল আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার ভোরে স্কুলছাত্র দেবদত্ত হত্যার প্রধান আসামি নাইম ইসলামকে নিয়ে অন্য আসামিদের ধরতে অভিযান চালানো হয়। তারা চিথলিয়ার পাহাড়পুর ব্রিজের কাছে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় অপহরণকারীরা। পুলিশও পাল্টা গুলি চালালে নাইম ইসলাম ও জোয়ার আলী গুলিবিদ্ধ হন। তাদেরকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।গত ৮ জুন সকালে প্রাইভেট পড়তে বের হলে নিজ গ্রামের রাস্তা থেকে দুই মোটরসাইকেল আরোহী চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র দেব দত্তকে অপহরণ করে। ওইদিন বিকেলে তারা দেব দত্তের বাবার ফোনে মুক্তিপণ হিসেবে অর্ধকোটি টাকা দাবি করে।গতকাল সোমবার দুপুরে মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের নাইমের বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক খুঁড়ে পুলিশ শিশু দেব দত্তের বস্তাবন্দি লাশ উদ্ধার করে। এই অপহরণের পর হত্যার ঘটনায় বন্দুকযুদ্ধে নিহত নাইম ইসলাম ও জোয়ার আলী জড়িত ছিলেন বলে পুলিশ জানায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন